Terms & Conditions

ITPolly তে স্বাগতম!

আমাদের পণ্য ও পরিষেবা ব্যবহারের জন্য ধন্যবাদ৷ পরিষেবাগুলির প্রদান-কর্তা, itpolly.com যা (Sundarganj, Gaibandha) এই ঠিকানায় অবস্থিত৷

আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে, আপনি যেসকল শর্তাদিতে সম্মতি দিচ্ছেন। দয়া করে সতর্কভাবে সেগুলি পড়ুন৷

আমাদের পরিষেবার বিচিত্রতা থাকার কারণে যে, কোনো সময়ে অতিরিক্ত শর্তাদি অথবা পণ্যের প্রয়োজনীয়তা (প্রয়োজনীয় অনুসারে) প্রয়োগ করা হতে পারে৷ প্রাসঙ্গিক পরিষেবার মধ্যে অতিরিক্ত শর্তাদি উপলব্ধ হবে, এবং আপনি যদি এই পরিষেবা ব্যবহার করেন সেক্ষেত্রে এই অতিরিক্ত শর্তাদি আমাদের কাছে আপনার চুক্তির অংশ হবে৷

আমাদের পরিষেবা ব্যবহারের নিয়মাবলী

পরিষেবাতে আপনার জন্য উপলব্ধ যে কোনো নীতি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে৷

কোনভাবেই আপনি আমাদের পরিষেবার অপব্যবহার করতে পারবেন না৷ উদাহরণস্বরুপ, আমাদের পরিষেবাতে হস্তক্ষেপ করবেন না অথবা আমাদের প্রদান করা ইন্টারফেস এবং নির্দেশাবলী ছাড়া কোনো পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তাদের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি আমাদের শর্তাদি অথবা নীতি মেনে না চলেন অথবা আমরা যদি তদন্ত সহকারে আপনার কোন সন্দেহজনিত অসদাচারণের প্রমাণ পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা আপনাকে যেকোন সময় আমাদের পরিষেবা প্রদান হতে স্থগিত অথবা নিষিদ্ধ করতে পারি৷

আমাদের পরিষেবার সঙ্গে অর্ন্তভুক্ত কোনো আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনি সরাবেন না, গোপন করবেন না, অথবা পরিবর্তন করতে পারবেন না৷

গোপনীয়তা এবং কপিরাইট সুরক্ষা

যখন আপনি আমাদের পরিষেবা ব্যবহার করবেন তখন ITPolly কীভাবে আপনার ব্যক্তিগত ডেটা এবং আপনার গোপনীয়তা রক্ষা করবে ITPolly এর গোপনীয়তা নীতি সেটি ব্যাখ্যা করে৷ আমাদের গোপনীয়তা নীতি অনুযায়ী আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে, ITPolly যে কিছু ডেটা ব্যবহার করতে পারে আপনি তাতে সম্মতি দিচ্ছেন।

আপনার যদি মনে হয় ITPolly আপনার কোন প্রকার গোপনীয়তা নীতির লঙ্ঘন করছে, সেক্ষেত্রে আপনি অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার অভিযোগ জমা করতে পারবেন।

নির্দিষ্ট পরিষেবার জন্য গোপনীয়তা নীতি অথবা অতিরিক্ত শর্তাদির মধ্যে ITPolly কীভাবে বিষয়বস্তু ব্যবহার এবং সঞ্চয় করে সেই সম্বন্ধে আপনি ITPolly কতৃর্ক অবিহিত পারেন৷ আমাদের পরিষেবা সম্বন্ধে আপনি যদি প্রতিক্রিয়া অথবা প্রস্তাব জমা দেন, আপনার আইনগত বাধ্যবাধকতা ছাড়াই আমরা আপনার প্রতিক্রিয়া অথবা প্রস্তাব ব্যবহার করতে পারি৷

আমাদের পরিষেবা সংশোধন এবং বাতিল এর শর্তাবলী

আমরা সর্বদা আমাদের পরিষেবাগুলি পরিবর্তন এবং আরও উন্নত করার চেষ্টা করি৷ আমরা আমাদের সার্ভিসের আপডেট অথবা বৈশিষ্ট্য যুক্ত করতে অথবা সরাতে পারি, এবং আমরা একইসঙ্গে কোনো পরিষেবার সাময়িক স্থগিত করতে পারি৷

আপনি যদি কোনো সময়ে আমাদের পরিষেবা ব্যবহার করা বাতিল করতে চান, যদিও কোন গ্রাহক হারানো আমাদের ব্যথার কারণ৷ YappoBD আপনাকে পরিষেবা প্রদান ও বাতিল করার ক্ষেত্রে চলমান পরিষেবার মূল্য ফেরত করার ব্যপারে আপনার নিকট দায়বদ্ধ নয়। তবে আলোচনার প্রেক্ষিতে ITPolly যেকোন জটিলতা সমাধানে সর্বদা প্রস্তুত।

আমরা সর্বদাই বিশ্বাস করি আপনার নিজের ডেটার ওপর আপনার মালিকানা আছে এবং কোন ডেটার স্টোরেজর ক্ষেত্রে ITPolly আপনার অ্যাক্সেস সংরক্ষণ করেছেন৷ আপনি যদি কোনো পরিষেবা বাতিল করেন, যেখানে যুক্তিসংগতভাবে আমরা আপনাকে ন্যায্য অগ্রিম সূচনা পাঠাব এবং এই পরিষেবার বাইরে তথ্য পাওয়ার সুযোগ দেব৷

আমাদের ওয়্যারেন্টি এবং দাবি ত্যাগ

বাণিজ্যিকভাবে যুক্তিযুক্ত মেধা ব্যবহারের দ্বারা এবং যত্নসহকারে আমরা আমাদের পরিষেবাগুলি প্রদান করি ও আমরা আশা করছি এগুলি ব্যবহার করে আপনি সন্তুষ্ঠ হবেন৷ কিছু তথ্য আছে যা সম্বন্ধে আমরা আমাদের পরিষেবাতে কোনো প্রতিজ্ঞা করিনি৷

আমাদের পরিষেবার জন্য বাধ্যবাধকতা

ITPolly এবং ITPolly এর গ্রাহক যখন কোন চুক্তিতে আবদ্ধ হয় তখন আইনের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে, প্রফিট হারানো, রেভেনিউ ডেটা অথবা আর্থিক ক্ষতি অথবা বিশেষ, আনুষাঙ্গিক, দৃষ্টান্তমূলক, অথবা শাস্তিমূলক খেসারতের জন্য ITPolly দায়ি থাকবে না৷

এই শর্তাবলী সম্বন্ধে

আমরা এই শর্তাদি অথবা অন্য কোনো অতিরিক্ত শর্তাদি পরিষেবাতে প্রয়োগ করার জন্য সংশোধন করতে পারি, উদাহরণস্বরুপ, আইনের পরিবর্তন অথবা আমাদের পরিষেবার পরিবর্তনকে প্রতিফলিত করে এমন শর্তাদি৷ নিয়মিত আমাদের শর্তাদি পর্যবেক্ষন করার জন্য অনুরোধ করা হলো। আমরা এই পৃষ্ঠার শর্তাদির সংশোধনের জন্য অবশ্যই আপনাকে অবিহিত করে থাকবো৷ কোনো পরিষেবার জন্য নতুন ক্রিয়াকলাপকে বর্ণনা করা পরিবর্তনগুলি অথবা আইনগত কারণে ঘটিত পরিবর্তনগুলি তত্ক্ষণাত কার্যকর হবে৷ আপনি যদি কোনো পরিষেবার শর্তাদি সংশোধন করতে রাজি না হন, সেক্ষেত্রে আপনি যেকোন সময় আমাদের পরিষেবা হতে অব্যহতি গ্রহন করতে পারেন।

ITPolly তে কিভাবে যোগাযোগ করবেন সেই তথ্যের জন্য, দয়া করে আমাদের যোগাযোগ পেজে ভিজিট করুন।

আমাদের ফলো করুন

ক্যাটাগরি সমূহ

বিজ্ঞাপন